
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ায় পিকআপ ভ্যানের ধাক্কায় সিএনজি অটোরিক্সার ২ যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৩ জন।
শুক্রবার সকাল সাতটার দিকে পটিয়ায় শ্রীমাই ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মো. তৈয়ব আলী (৪৫) ও মুন্সি মিয়া (৪০)। তাদের বাড়ি চন্দনাইশ উপজেলার উত্তর জোয়ারা এলাকা।
আহতরা হলেন- মো. সোহেল (২৪), মো. সিরাজ (৩২) এবং রমজান আলীকে (২২)। আহত সোহেলের বাড়ি পটিয়া উপজেলার কেলিশহর গ্রামে এবং অপর দুই জনের বাড়ি একই উপজেলার কাঞ্চনগর গ্রামে। আহতদেরকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পটিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মুর্শিদা জানান, ঘাতক পিকআপ ভ্যানের চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
কেএফ