
যুক্তরাষ্ট্রের বাজারে একক প্রতি সয়াবিনের দাম ১৫ মার্কিন ডলার ছাড়িয়ে গেছে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রপ্তানিকারক দেশটিতে ভোজ্য তেল উৎপাদনে ব্যবহৃত এই শস্যের সরবরাহ কমে যাওয়ার সম্ভাবনা দেখা দেওয়ার প্রেক্ষিতে দামের এই বৃদ্ধি ঘটেছে। খবর ব্লুমবার্গ নিউজের।
বৃহস্পতিবার ব্লুমবার্গের এক প্রতিবেদনে জানানো হয়, শিকাগোতে বুশেল প্রতি সয়াবিন ১৫ দশমিক ২০২৫ মার্কিন ডলারে বিক্রি হচ্ছে, যা গত দশ মাসের মধ্যে সর্বোচ্চ।
যুক্তরাষ্ট্রের কৃষি মন্ত্রণালয়ের তথ্য মতে, গত মার্চ মাসে রেকর্ড সংখ্যক সয়াবিন উৎপাদিত হলেও আগামি আগস্টের দিকে এই পরিমাণ উল্লেখযোগ্য ভাবে হ্রাস পেতে পারে। গত সপ্তাহে মার্কিন কৃষি মন্ত্রণালয় জানায়, চলতি বছরের মার্চ মাসে দেশটিতে ১৫ কোটি ৩৮ লাখ ৪০ হাজার বুশেল সয়াবিন উৎপাদিন হয়েছে, যা গত বছরের তুলনায় প্রায় ১২ শতাংশ বেশি। মার্কিন সরকারের আশঙ্কা, আগস্টে এসে এই শস্যের উৎপাদন ১৩ কোটি বুশেলে এসে ঠেকতে পারে। এই খবর প্রকাশের সাথে সাথে দেশটিতে সয়াবিনের দাম বাড়তে থাকে এবং এক সপ্তাহের ব্যবধানে ১০ মাসের রেকর্ড দামকে পেরিয়ে যায়।
এদিকে আরেক খবরে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রের বাজারে সয়াবিনের দাম বৃদ্ধির প্রেক্ষিতে বিশ্ব বাজারে সয়াবিনের দামের উর্ধ্বগতি পরিলক্ষিত হচ্ছে। সিঙ্গাপুরে একক প্রতি সয়াবিন ১৫ দশমিক ১৭ ডলারে বিক্রি হচ্ছে, যা গত বছরের তুলনায় প্রায় ১৭ শতাংশ বেশি।