
কক্সবাজারের কুতুবদিয়া নদীর মোহনায় অভিযান চালিয়ে একটি নৌকা থেকে ৩১ হাজার ৬৮ পিস ইয়াবা উদ্ধারসহ প্রায় ১ কোটি ৮২ লক্ষ ৩০ হাজার টাকার মালামাল জব্দ করেছে কোস্টগার্ড। এ সময় পরিত্যক্ত অবস্থায় নৌকাটি পাওয়ায় কাউকে আটক করা যায়নি।
বৃহস্পতিবার দুপুরের দিকে কোস্টগার্ডের পূর্ব জোনের একটি অপারেশন দল এ অভিযান চালিয়েছে বলে কোস্টগার্ডের সংবাদ বিজ্ঞপ্তিতে জানা গেছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জনসংযোগ কর্মকর্তা মনোয়ার হোসেন জানান, কুতুবদিয়া নদীর মোহনায় নৌকাটি পরিত্যক্ত অবস্থায় ছিল। কোস্টগার্ড সদস্যদের সন্দেহ হলে তারা সেটিতে তল্লাশি চালায়। ৩১ হাজার ৬৮ পিস ইয়াবা উদ্ধারসহ নৌকা থেকে ২ হাজার মিটার কারেন্ট জাল ও ৬৫ লিটার ডিজেল পাওয়া যায়। এসব মালামালের দাম প্রায় ১ কোটি ৮২ লক্ষ ৩০ হাজার ৬’শ টাকা বলে জানান তিনি।