
আজ ঠাকুরগাঁও সদর উপজেলায় ৩১ মার্চের স্থগিত উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ চলছে।
বুধবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে টানা বিকেল ৪টা পর্যন্ত। সকাল থেকে ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছেন। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
জেলা নির্বাচন অফিসার শুকুর মাহমুদ জানান, ভোটকেন্দ্রগুলোতে বিপুল পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। স্টাইকিং ফোর্স হিসেবে টহল দিচ্ছে সেনাবাহিনী। জুডিশিয়াল ও নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে রয়েছে ভ্রাম্যমাণ আদালত।
১৬৯ ভোটকেন্দ্রে সদর উপজেলায় পৌরসভাসহ ২১ ইউনিয়নের মোট ভোটার ৩ লাখ ৬৮ হাজার ৯শ ১২ জন। এরমধ্যে পুরুষ ১ লাখ ৮৫ হাজার একশ ১১ জন। মহিলা ১ লাখ ৮৩ হাজার ৮শ একজন।
উল্লেখ্য, ভাইস চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ আলমগীর নির্বাচনে ভোটকেন্দ্র স্থানান্তর ও সীমানা জটিলতা নিয়ে হাইকোর্টে রিট করলে নির্বাচন কমিশন ওই দিন নির্বাচন স্থগিত করেন। হাইকোর্ট ওই রিট খারিজ করে দিলে নির্বাচন কমিশন পুনরায় ১৬ এপ্রিল নির্বাচনের তারিখ ঘোষণা দেন।
কেএফ