
বায়ু দূষণ ঠেকাতে ইলেকট্রিক বাহন তৈরির দিকে ঝুঁকছে গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলো। কিন্তু এইসব গাড়ির অধিকাংশই অল্প দূর যাওয়ার পর চার্জ হারিয়ে অসাড় হয়ে পড়ে। এই সমস্যার সমাধনে অধিক পথ পাড়ি দিতে সহায়ক এমন গাড়ি উদ্ভাবনে চেষ্টা চালিয়ে যাচ্ছেন গবেষকরা। এরই ধারাবাহিকতায় এক চার্জে ২০০ কি.মি. পথ পাড়ি দিবে এমন মোটর সাইকেল সাইকেল বাজারে ছেড়েছে জোহেমার। খবর বিবিসি অটো নিউজের।
নজরকাড়া ডিজাইনের জোহেমার জে১ নামের এই ইলেকট্রিক মোটর সাইকেলটি ঘণ্টায় প্রায় ১০০ কি.মি. পথ পাড়ি দিতে সক্ষম। আর একবার চার্জে পাড়ি দিবে ২০০ কি.মি.। এর লিথিয়াম আয়ন ব্যাটারিটি চার্জ হতে সময় লাগে মাত্র সাড়ে তিনি ঘন্টা। আর চার বছরে অনায়সে মোট দুই লাখ মাইল পথ পাড়ি দিতে পারবে।
তবে, এতে পায়ের কোন কারিগরি নেই, গিয়ার বদল থেকে শুরু করা ব্রেক ধরা সবই হাত দিয়ে সারতে হবে।