
পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি এনভয় টেক্সটাইলের মুনাফায় ধস নেমেছে। হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানির মুনাফা ও ইপিএস কমে অর্ধেক হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুসারে, গত প্রান্তিকে (জানুয়ারি-মার্চ-২০১৪) কোম্পানিটি ৬ কোটি ১৮ লাখ টাকা নিট মুনাফা করেছে। আগের বছরের একই সময়ে মুনাফার পরিমাণ ছিল ১২ কোটি ৪৫ লাখ টাকা। গত প্রান্তিকে শেয়ার প্রতি আয় বা ইপিএস দাঁড়িয়েছে ৪৪ পয়সা, যা আগের প্রান্তিকে ছিল ৮৯ পয়সা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির মুনাফা কমেছে ৫০ দশমিক ৩৬ শতাংশ।
অন্যদিকে দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে এনভয় টেক্সটাইলের মুনাফা দাঁড়িয়েছে ১০ টাকা ১১ পয়সা। যা আগের বছর একই সময়ে ছিল ২২ কোটি ৮৫ লাখ টাকা। আগের বছরের অর্ধবার্ষিকের তুলনায় এবারের অর্ধবার্ষিকে ১২ কোটি ৭৪ লাখ টাকার মুনাফা কম হয়েছে।
হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির মুনাফা কমেছিল প্রায় ৬৩ শতাংশ। আলোচিত প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) কোম্পানিটি মুনাফা করে ৩ কোটি ৯৩ লাখ টাকা। যা আগের বছরের একই সময়ে ছিল ১০ কোটি ৫৬ লাখ টাকা।