
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববারের লেনদেনে ত্রুটির জন্য তদন্ত কমিটি গঠন করার নিদের্শ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। তবে এর জন্য নির্ধারিত কোনো সময় বেধেঁ দেয় নি সংস্থাটি। বিষয়টি অর্থসূচককে নিশ্চিত করেছেন (বিএসইসি) নির্বাহী পরিচালক সাইফুর রহমান।
সকালে ডিএসই কার্যালয় পরিদর্শন করার পর তিনি বলেন, ব্রোকারেজ হাইজগুলোর লগইনের কারণে এ ত্রুটি দেখা দিতে পারে। তবে ঠিক কী কারণে এ ত্রুটি দেখা দিল তা তদন্ত করে বিএসইসির কাছে একটি প্রতিবেদন জমা দিতে ডিএসইকে মৌখিক নির্দেশ দেওয়া হয়েছে।
এবিষয়ে ডিএসই’র মহাব্যবস্থাপক ও ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক এস এম খায়রুজ্জামান অর্থসূচককে বলেন, নেটওর্য়াকিং সমস্যার কারণে লেনদেন সাময়িকভাবে বন্ধ ছিল। এর পর বিএসইসির কর্মকর্তারা ডিএসই পরিদর্শন করেছে এবং এবিষয়ে একটি প্রতিবেদন দেওয়ার জন্য বলেছেন। তবে এটি আমাদের নিয়মিত কাজ।
তিনি বলেন, কোনো সময় এ ধরনের ত্রুটি হলেই আমরা নিয়ন্ত্রক সংস্থা হিসেবে বিএসইসিকে সব কিছু জানাই। আজকের এবিষয়ে একটি লিখিত প্রতিবেদন বিএসইসিকে দেওয়া হবে।
জিইউ/এমআরবি/