
গণজাগরণ মঞ্চের মুখপাত্রের পদ থেকে ইমরান এইচ সরকারকে ‘অব্যাহতি’ দেওয়ার দাবি করেছে তাঁর বিরোধী একটি পক্ষ। ওই পক্ষটি নিজেদের ‘গণজাগরণ মঞ্চের কর্মী ও সংগঠক’ বলে দাবি করেছে।
শনিবার দুপুরে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন কামাল পাশা চৌধুরী। ‘গণজাগরণ মঞ্চের কর্মী ও সংগঠকবৃন্দ’ এই নামে সংবাদ সম্মেলনটি করা হয়।
এ সময় কামাল পাশা চৌধুরী নিজেকে গণজাগরণ মঞ্চের একজন সংগঠক দাবি করেছেন। তবে আওয়ামী লীগের সমর্থক হিসেবে পরিচিত বলে জানা গেছে।
এএস/