
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মডেল ইউনাইটেড ন্যাশনস এসোসিয়েশন (আরইউমুনা) এর আয়োজনে ‘ছায়া জাতিসংঘ’ বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের ডিনস কমপ্লেক্সে এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
আরইউমুনার সভাপতি আরসাদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. চৌধুরী সরোয়ার জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. সাদেকুল আরেফিন মাতিন, প্রক্টর প্রফেসর ড. তারিকুল হাসান।
অন্যদের মধ্যে উপন্থিত ছিলেন, ইউনিসেবের বর্তমান সভাপতি মোহাম্মদ মামুন মিয়া, কমনওয়েলথ স্টুডেন্ট আঞ্চলিক সদস্য হাবিবুর রহমান পাটোয়ারী, সুগন্ধা লিও ক্লাবের প্রেসিডেন্ট ফয়েজ আহমেদ প্রমুখ।
কর্মশালাতে প্রশিক্ষণার্থীদের আন্তর্জাতিক রাজনীতি, নেতৃত্ব ও জাতিসংঘের অনুরুপে ছায়া জাতিসংঘ চর্চার উপরে প্রশিক্ষণ প্রদান করা হয়। বিকেল চারটায় অনুষ্ঠিত হয় ‘ছায়া জাতিসংঘ সভা’। কর্মশালা শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ প্রদান করা হয়।