
রাজধানী উন্নয়ন কর্পোরশনের (রাজউক) নতুন চেয়ারম্যান হিসেবে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন অতিরিক্ত সচিব জি এম জয়নাল আবেদীন ভূইয়া।
মঙ্গলবার জণপ্রশাসন মন্ত্রনালয়ের এক আদেশে এ নিয়োগ দেওয়া হয়। এতে বলা হয়েছে, জয়নাল আবেদীন ভূঁইয়ার অবসরোত্তর ছুটি বাতিল করে ২১ এপ্রিল অথবা যোগদানের তারিখ হতে পরবর্তী এক বছরের জন্য চুক্তিতে এ নিয়োগ দেওয়া হলো।
জয়নাল আবেদীন ভূঁইয়া রাজউক চেয়ারম্যান নুরুল হুদার স্থলাভিষিক্ত হলেন।