
দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলা ছাত্রলীগ কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে জেলা ছাত্রলীগ। মঙ্গলবার বিকেলে জেলা ছাত্রলীগের আহবায়ক পারভেজ আহমেদ চৌধুরী পরাগ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়।
জেলা ছাত্রলীগের আহবায়ক পারভেজ আহমেদ চৌধুরী পরাগ জানান, দীর্ঘদিন থেকে সাংগঠনিক কার্যক্রম গতিশীল না থাকায় ও সদস্যদের ছাত্রত্ব না থাকাসহ অধিকাংশই বিবাহিত হওয়ায় উক্ত কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো জানা যায়, আগামি ৭ মে কাহারোল উপজেলা ছাত্রলীগের সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছে।
এমআই/সাকি