
চট্টগ্রামে ইপিজেড এলাকায় ভাংচুর ও বিক্ষোভ সমাবেশ করেছে একটি তাবু কারখানার শ্রমিকরা। বকেয়া বেতনের দাবিতে তারা এই বিক্ষোভ পালন করে।
মঙ্গলবার বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, এইচকডি ইন্টারন্যাশনাল নামে একটি তাবু কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে সড়কে বিক্ষোভ সমাবেশ করে। এ সময় পুলিশ বাধা দিলে তারা ফ্যাক্টরির ভিতরে ভাংচুর চালায়। পরে পুলিশ ও মালিক পক্ষের সাথে শ্রমিক নেতাদের বৈঠক হলে পরিস্থিতি শান্ত হয়।
ইপিজেড থানার উপ-পরিদর্শক উত্তম কুমার চক্রবর্তী জানান, কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ সমাবেশ করে। মালিক পক্ষ ও শ্রমিক নেতাদের সাথে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।
কেএফ