১৫ ওভার শেষেও ১০০ রান করতে পারেনি ভারত। মালিঙ্গা, হেরাথ ও কুলাসেকারার দুর্দান্ত বলে ২ উইকেট হারিয়ে ৯৫ রান করেছে কোহলিরা।
এর আগে প্রথমেই রাহানের উইকেট হারিয়ে বিপদে পড়ার পর ভারতের ইনিংস এগিয়ে নিতে চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। কিন্তু দলীয় ৬৪ রানে ৬০ রানের জুটি গড়ে বিদায় নিলেন শর্মা। কোহলি অপরাজিত ৬১ রানে। আর যুবরাজ ৬ রানে । এর আগে রোহিত আউট হয়েছেন ব্যক্তিগত ২৯ রান করে।
এরআগে চ্যাম্পিয়ন হওয়ার প্রত্যাশায় টসে জিতে ফিল্ডিংয়ে নেমেছিল শ্রীলঙ্কা। দ্বিতীয় ওভারেই রাহানিকে ফিরালেন ম্যাথিউস। আর ১১ তম ওভারে ভয়ংকর হয়ে ওঠা রোহিত ফেরালেন হেরাথ।
এদিকে শ্রীলঙ্কা তাদের একাদশে একটি পরিবর্তন নিয়ে আসলেও ভারত সেমিফাইনালের একাদশ অপরিবর্তিত রেখেছে।
ভারতীয় দল:
রোহিত শর্মা, আজিঙ্কা রাহনে, যুবরাজ সিং, সুরেশ রায়না, বিরাট কোহলি, মহেন্দ্র ধোনি, রবিচন্দন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অমিত মিশ্র, মোহিত শর্মা ও ভুবনেশ্বর কুমার।
শ্রীলঙ্কা দল:
কুশল পেরেরা, তিলকারত্মে দিলশান, মাহেলা জয়বর্ধনে, কুমার সাঙ্গাকারা, অ্যাঞ্জোলো ম্যাথিউস, লাহিরু থিরিমান্নে, তিসারা পেরেরা, নুয়ান কুলাসেকারা, সচিত্র সেনানায়েক, রঙ্গনা হেরাথ ও লাসিথ মালিঙ্গা।
এইউ নয়ন