
রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার তালিকায় উঠে এসেছে সিমেন্ট খাতের দুই কোম্পানি। এগুলো হচ্ছে, হাইডেলবার্গ সিমেন্ট ও কনফিডেন্স সিমেন্ট। এর মধ্যে হাইডেলবার্গ সিমেন্ট আগের বছরগুলোর তুলনায় লভ্যাংশ ঘোষণা করে কয়েকদিন ধরে গেইনারে অবস্থান করছে।
ডিএসইতে হাইডেলবার্গ সিমেন্ট ৩৭ টাকা ৪০ পয়সা বা ৭ শতাংশ দর বেড়ে গেইনার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। এদিন শেয়ারটির দর ৪৯৯ টাকা থেকে ৫২৪ টাকা টাকা পর্যন্ত উঠে। কোম্পানির ৮ লাখ ১০ হাজার ৪৫০ টি শেয়ার দুই হাজার ৩১৮ বার লেনদেন হয়। যার বাজার মূল্য ছিল দুই হাজার ৭৫১ কোটি ৭২ লাখ টাকা।
গেইনারের পঞ্চম স্থানে থাকা কনফিডেন্স সিমেন্টের দর বেড়েছে ৬ টাকা ৫০ পয়সা বা ৪ শতাংশ। এদিন শেয়ারটির দর ১৪২ টাকা থেকে বেড়ে ১৪৮ টাকা পর্যন্ত ওঠে। কোম্পানির ৪ লাখ ১৬ হাজার ৬৮০টি শেয়ার এক হাজার ৬২৪ বার লেনদেন হয়। যার বাজার মূল্য ছিল ৬৩৫ কোটি ৩০ লাখ টাকা।
এছাড়া গেইনারে থাকা অপর কোম্পানিগুলোর মধ্যে ডেল্টা স্পিনার্সের ১০ শতাংশ, জনতা ইনস্যুরেন্সের ৪ শতাংশ, ন্যাশনাল টিউবসের ৬ শতাংশ, অ্যাটল্যাস বাংলাদেশের ৫ শতাংশ, আল -হাজ্ব টেক্সটাইলের ৪ শতাংশ, বীচ হ্যাচারীর ৩ শতাংশ, দেশ গার্মেন্টসের ৪ শতাংশ, এবং মিউচুয়্যাল ট্রাস্ট ব্যাংকের ১ শতাংশ শেয়ার দর বেড়েছে।
অর্থসূচক/এসএ/