
দিনাজপুর শাখা কার্যালয়ে পুলিশের তালা দেওয়ার প্রতিবাদে মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন ধর্মঘটের ডাক দেয়। এতে দিনাজপুরের সাথে সকল জেলার পরিবহন যোগাযোগ বন্ধ হয়ে যায়।
শনিবার দুপুর ২টার দিকে এ ধর্মঘটের ডাক দেয় মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আড়াইটার দিকে পুলিশ নিজেই তালা খুলে দেয়। আধাঘণ্টাব্যাপী ধর্মঘট থাকার কারণে সাধারণ যাত্রীরা পরে চরম দুর্ভোগে।
ফুলবাড়ি বাসস্ট্যান্ড শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আফাজ উদ্দিন রাঙ্গা বলেন, মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন ফুলবাড়ি বাসস্ট্যান্ড শাখা কার্যালয়ের জমি নিয়ে পাইনিয়ার পেট্রোল পাম্পের মালিক বাবলার সাথে বিরোধ চলছিল। পুলিশ বাবলার পক্ষ নিয়ে আমাদের কার্যালয়ে তালা দিলে এর প্রতিবাদে এই ধর্মঘট পালন করা হচ্ছিল।
দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলতাফ হোসেন জানান, মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন ফুলবাড়ি বাসস্ট্যান্ড শাখা কার্যালয়ের জমি নিজের দাবি করে বাবলা একটি অভিযোগ দায়ের করেন। এ সময় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতেই তালা দেওয়া হয়েছিল। পরে শ্রমিকরা ধর্মঘটে গেলে পুনরায় তালা খুলে দেওয়া হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। সন্ধ্যায় উভয় পক্ষকে থানায় ডাকা হয়েছে বলে তিনি জানান।
কেএফ