
বাজারে সবজির দাম অপরিবর্তিত রয়েছে। তবে আদা আগের মতই বেশি দামে বিক্রি হচ্ছে। আমদানি কম থাকায় এমনটি হয়েছে বলে মনে করছেন বাজারের খুচরা বিক্রেতারা।
শুক্রবার রাজধানীর শান্তিনগর কাঁচা বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে। বাজারে খাসির মাংসের দাম কম। প্রতি কেজি ৪৫০ টাকা ধরে বিক্রি হচ্ছে।
কাঁচাবাজার :
কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, প্রতিকেজি শসা ৩০ থেকে ৪০ টাকা, কাঁচামরিচ ৫০ থেকে ৬০ টাকা, বেগুন ৪০ টাকা,শিম ৪০ টাকা, চিচিঙ্গা ৪০ টাকা, আলু ১৫ থেকে ১৮ টাকা, গাজর ২০ টাকা, করলা ৫০ টাকা, উস্তা ৪০ টাকা, ঢেঁড়স ৪০ টাকা, পটল ৫০ টাকা, পেঁপে ১৫ থেকে২০ টাকা, কচুর লতি ৬০ টাকা, বরবটি ৪০ টাকা, টমেটো ৩০ থেকে ৪০ টাকা, ক্যাপসিক্যাম ১৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।
এছাড়া, প্রতিটি ফুলকপি ৪০ টাকা, ব্রকলি (সবুজ ফুলকপি) ৪০ টাকা, বাঁধাকপি ৩০ টাকা, মিষ্টিকুমড়া ৪০ থেকে ৬০ টাকা ও লাউ ২০ থেকে ৩০ টাকা, জালি কুমড়া ৫০ টাকা পিস হিসেবে বিক্রি হচ্ছে এবং প্রতিহালি কাঁচকলা ২৫ টাকা ও লেবু ৪০ থেকে ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে।
এছাড়া, বাজারে লালশাক ৫ টাকা , লাউশাক ৩০ টাকা, ডাটা শাকের আঁটি ১৫ টাকা, পালং শাক ৫ টাকা, পাট শাক ৫ টাকা, পুঁই শাক ১৫ টাকা দরে বিক্রি হচ্ছে এবং লেটুস পাতা প্রতিটি ২০ টাকা, পুদিনাপাতা ১০০ গ্রাম ২০ টাকা, ধনেপাতা প্রতি ২৫০ গ্রাম ২০ টাকা দরে বিক্রি হচ্ছে।
মুদি :
মুদি দোকান ঘুরে দেখা গেছে, প্রতিকেজি দেশি পেঁয়াজ ২৮ থেকে ৩০ টাকা, আমদানি পেঁয়াজ ২০ থেকে ২৫ টাকা, চায়না বড় রসুন ৭০ থেকে ৮০ টাকা, দেশি রসুন ৬৫ থেকে ৭০ টাকা, একদানা রসুন ১০০ টাকা, চায়না আদা ২৪০ টাকা, আমদানি আদা ১৫০ থেকে ১৬০ টাকা, শুকনা মরিচ ১৭০ টাকা, হলুদ ১২০ টাকা, হলুদের গুঁড়া ১৬০ টাকা, মরিচের গুঁড়া ২২০ টাকা, ধনিয়া ৭৫ টাকা, আটা (২ কেজির প্যাকেট) ৭৫ টাকা, ময়দা ( ২ কেজির প্যাকেট) ৮৫ টাকা, দারুচিনি ৩০০ টাকা, এলাচি ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৭০০ টাকা, জিরা ৩৫০ টাকা থেকে ৪৫০ টাকা, ভেশন ৫০ টাকা, দেশি মশুর ডাল ১০৫ টাকা, ভারতীয় মশুর ডাল ৭০ টাকা, খেসারি ডাল ৪২ টাকা, মুগ ডাল ১২৫ টাকা, ছোলা ৫০টাকা, অ্যাংকর ডাল ৪০ টাকা, মাসকলাই ১০০ টাকা, খোলা চিনি ৪৪ টাকা, প্যাকেট চিনি ৫২ টাকা ও প্রতি লিটার সয়াবিন খোলা ১১৫ টাকা ও বোতলজাত সয়াবিন ১১৯ টাকা হিসেবে বিক্রি হচ্ছে।
চাল :
আজ চালের বাজারে প্রতিকেজি নাজিরশাইল ৫২ থেকে ৫৫ টাকা, মিনিকেট ৫২ থেকে ৫৫ টাকা, লতা আটাশ ৩৮ থেকে ৪০ টাকা, মোটা চাল ৪২ টাকা, জিরা নাজির ৫২ টাকা, আটাশ ৪৫ টাকা, পাইজাম ৪০ টাকা, চিনি গুড়া ১০০ টাকা, পারিজা ৪০ থেকে ৪২ টাকা, বিআর-২৮-৪৪ টাকা,বিআর-২৯-৪৪ টাকা, হাসকি ৪২ টাকা, স্বর্ণা ৩২ টাকা থেকে ৩৪ টাকা দরে বিক্রি হচ্ছে।
ডিম :
আজকে বাজারে প্রতি হালি ফার্মের মুরগির লাল ও সাদা ডিম ২৮ টাকা, হাঁসের ডিম ৩৪ টাকা, পাকিস্তানি মুরগির ডিম ৩৫ টাকা, দেশি মুরগির ডিম ৩৪ টাকা হালি দরে বিক্রি হতে দেখা গেছে।
মাছ :
আজকের মাছ বাজারে ৭০০ থেকে ৯০০ গ্রাম ওজনের বেশি প্রতিহালি ইলিশ ৩ হাজার ৬০০ টাকা। জাটকা ইলিশ ৪০০ টাকা, কাতল মাছ ৪০০ টাকা, রুই মাছ ৩২০ টাকা, তেলাপিয়া ১৪০ টাকা, চায়না পুঁটি ১৩০ টাকা, পাঙ্গাস ১২০ থেকে ১৪০ টাকা, চিংড়ি (বড়) ১ হাজার ২০০ টাকা, চাষের কৈ ২৬০ টাকা, সিলভার কার্প ১৩০ টাকা, শিং মাছ ৮৫০ টাকা, বজরি টেংরা ৩৫০ টাকা, নলা মাছ ২৫০ টাকা, আইড় মাছ ৭০০ টাকা, কার্ফু মাছ ১৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
শুঁটকি মাছ :
শুঁটকি মাছ প্রতি ১০০ গ্রাম চিংড়ি শুঁটকি মানভেদে ৩০ টাকা থেকে ৭০ টাকা, টাকি ৬০ টাকা, কাচকি ৬০ টাকা, লইট্যা শুঁটকি ৪০ থেকে ৫০ টাকা, বাইম মাছের শুঁটকি ৮০ টাকা, চাপিলা শুটকি ৬০ টাকা, পুঁটি মাছের শুঁটকি ৬০ টাকা, নলা মাছের শুঁটকি ৬০ টাকা, চান্দা মাছের শুঁটকি ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া, প্রতি কেজি ইলিশ মাছের শুঁটকি ৭০০ টাকা ও কাইলা শুঁটকি ৬০০ টাকা দরে বিক্রি হচ্ছে।
মাংস :
মাংসের বাজারে গরুর মাংস ২৮০ টাকা, খাসির মাংস ৪৫০ টাকা দেশি মুরগি বিক্রি হচ্ছে ৩৮০ থেকে ৪০০ টাকা, ব্রয়লার মুরগি ১৪০ টাকা, লেয়ার মুরগি ১৫০ টাকা, হাঁস ৩৫০ টাকা, ভেড়া ও ছাগীর মাংস ৪৫০ টাকা এবং কবুতরের বাচ্চা ২৫০ টাকা জোড়া হিসেবে বিক্রি হচ্ছে।
এইচকেবি/