
১. বাংলার নববর্ষ পহেলা বৈশাখ চালু করেছিল – ক) লক্ষণ সেন খ) ইলিয়াস শাহ গ) আকবর ঘ) বিজয় সেন
২. দেশের প্রথম ঔষধ পার্ক কোথায় স্থাপিত?- ক) গজারিয়া খ) গাজীপুর গ) সাভার ঘ) ভালুকা
৩. ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রী কে?- ক) সুলতা ঘোষ খ) ইলা মিত্র গ) লীলা নাগ ঘ) কোনটি নয়
৪. রাষ্ট্রের উপাদান নয় কোনটি?- ক) আইনের শাসন খ) সরকার গ) জনগণ ঘ) নির্দিষ্ট ভূ-খণ্ড
৫. ইংরেজী কত সালে “ছিয়াত্তরের মন্বত্বর” হয়?- ক) ১১৭৬ খ) ১৭৭০ গ) ১৬৭০ ঘ) ১৯৭০
উত্তর: ১. গ) ২. ক) ৩. গ) ৪. ক) ৫. খ)
এস রহমান/