
রেকর্ড ডেটের পর পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানির লেনদেন চালু হবে আগামি ৬ এপ্রিল রোববার। কোম্পানি তিনটি হচ্ছে-আইবিবিএল মুদারাবা পারপিচ্যুয়াল বন্ড, ইসলামী ব্যাংক লিমিটেড এবং বিআইএফসি।
উল্লেখ্য আজ এই তিন কোম্পানির লেনদেন বন্ধ রয়েছে।
বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফিন্যান্স কোম্পানি লিমিটেড পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ২০০৬ সালে। ‘বি’ ক্যাটাগরিতে থাকা এই কোম্পানির বর্তমান পিউ রেশিও রয়েছে ২১ দশমিক ১৩।
ইসলামী ব্যাংক ১৯৮৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। ‘এ’ ক্যাটাগরিতে থাকা এই কোম্পানির বর্তমান পিউ রেশিও রয়েছে ৯ দশমিক ৯১।
হচ্ছে-আইবিবিএল মুদারাবা পারপিচ্যুয়াল বন্ড ২০০৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। বর্তমানে এই কোম্পানি এ ক্যাটাগরিতে রয়েছে।
অর্থসূচক/এমআরবি/