
আজ নগর ভবনে কালো আইন বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বুধবার সকাল ১১.৩০টার দিকে বাংলাদেশ সিটি ও পৌর সিটি কর্মচারী ফেডারেশনের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।
বিক্ষোভ মিছিলটি নগরীর বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে নগর ভবনের প্রশাসন কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
সেখানে এক সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ফেডারেশনের সভাপতি আক্তার হোসেন দেওয়ান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন- ফেডারেশনের মহাসচিব এস.এম মোশাররফ হোসেন মিলন, সিনিয়র সহ-সভাপতি মো. হুমায়ুন কবির, সহ-সভাপতি মো. মিজানুর রহমান ভূইয়া, যুগ্ম-মহাসচিব আব্দুল লতিফ, সাংগঠনিক সম্পাদক মো. ইব্রাহীম, এস.কে মঈনসহ প্রমুখ।
সভায় নেতারা নারায়নগঞ্জ সিটি কর্পোরেশনের ট্রাক চালক মো আজাহার ভূইয়াকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে বদলী করার প্রতিবাদ জানায়। সেই সাথে কালো আইন বাতিলের দাবি জানায়।
সভা শেষে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আনসার আলী খানের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়।
কেএফ