
হ্যাকিং নিয়ে এবার দুশ্চিন্তায় পড়ে যাবেন হ্যাকাররা। পাসওয়ার্ড এমন জটিল এবং কঠিন হবে যে মাথার চুল ছেঁড়া ছাড়া আর কোন গতি থাকবে না তাদের। ভাবছেন, বাজে বকছি। মোটেও না। সম্প্রতি উইনফ্রাসফট নামে এক সংস্থা তৈরি করেছে এক উন্নত পাসওয়ার্ড ফর্মুলা। যেখানে দাঁত ফুটাতে চাইলেই হ্যাকারের ছুঁচো মুখ ভোঁতা হয়ে যাবে। খবর জি নিউজের।
এই অভিনব পাসওয়ার্ড ব্যবস্থায় থাকবে চারটি বিভিন্ন রঙের গ্রিড। তার মধ্যে থাকবে সুডকো পাজেলের মতো সাজানো নম্বর। ব্যবহারকারীরা যখন গ্রিড সিলেক্ট করবেন, তার মধ্যে যে নম্বর থাকবে সেটা হবে তার পাসওয়ার্ড। কিন্তু এই নম্বর প্রত্যেক মিনিটে পরিবর্তন হবে। অতএব হ্যাকারদের হ্যাক করা খুবই দুষ্কর হয়ে পড়বে।
তবে এখনই হাতের কাছে মিলবে না এই প্রযুক্তি। উইনফ্রাসফট জানিয়েছে, আরও কয়েক মাস অপেক্ষায় থাকতে হবে আগ্রহীদের। তাই আপাতত সুকুমার রায়ের দেখানো পথেই ডাকাতি ঠেকাতে হবে ইন্টারনেটবাসীদের।