
দেশের অর্থনীতির নানা প্রসঙ্গ নিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমানের সাথে বৈঠক করেছেন বিল অ্যান্ড মেলিন্ডা গেটসের প্রতিনিধি রোজার বরিস।
মঙ্গলবার বেলা ১১টায় গভর্নরের দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের বিকাশ, এজেন্ট ব্যাংকিং, আরটিজিএস বাস্তবায়ন, বিল পরিশোধ কার্যক্রম নজরদারিসহ অর্থনৈতিক নানা বিষয় নিয়ে উভয়পক্ষের মধ্যে আলোচনা হয়।
এ সময় বৈঠকে গভর্নরের ব্যবস্থাপনা বিষয়ক উপদেষ্টা এ এম কাজেমি, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক দেশগুপ্ত অসীম কুমার প্রমুখ উপস্থিত ছিলেন।
এমআর/সাকি