
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সুইডেন ভিত্তিক অংশীদারি সংগঠন জিয়া পরিষদ সুইডেন মহান স্বাধীনতা দিবস উপলক্ষে “বিজয় ২০১৪ শীর্ষক” এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে সুইডেন প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করেন।
জানা গেছে, রবিবার সকালে সুইডেনের একটি হোটেলে এই অনুষ্ঠান হয়।
স্বাগত বক্তব্যে জিয়া পরিষদের সুইডেনের ভারপ্রাপ্ত সভাপতি রাফিক আমেরি সবাইকে সভায় আসার জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন প্রবাসে থাকার কারণে প্রবাসীরা জাতীয় দিবস গুলো সময় মত পালন করতে পারেন না। তাই বাধ্য হয়ে পরবর্তী ছুটির দিনে অনুষ্ঠান আয়োজন করতে হয়।
সচিব মাসুদুল হক হিমু আমন্ত্রিত অতিথিদের অভিনন্দন জানিয়ে প্রত্যেকে সংগঠনের সাথে একত্বতা বৃদ্ধির আহ্বান জানান। তিনি ভবিষ্যতে আরও ভাল অনুষ্ঠান আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন প্রবাসী শিল্পী কানন এবং হামিদুল ইসলাম। যন্ত্রসঙ্গীতে দেশের গান ও পল্লীগীতি পরিবেশন করেন জুয়েল জামান।
সাকি/