সেমিফাইনাল নিশ্চিত কিউইদের

১৫২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৯ ওভার খেলে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় নিউজিল্যান্ড। এর ফলে ৬ উইকেটে জয় পায় কিউইরা। আর আজকের ম্যাচ থেকে তাদের জন্য সেমিফাইনালও নিশ্চিত হয়ে গেলো।

এর আগে আজ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করতে নেমে নেদারল্যান্ড নির্ধারিত ২০ ওভার খেলে ৪ উইকেট হারিয়ে ১৫১ রান সংগ্রহ করে। দলের পক্ষে পিটার বোরেন সর্বোচ্চ ৪৯ রান সংগ্রহ করেন। এছাড়া টম কুপার করেন ৪০ রান।

নিউজিল্যান্ডের দুর্দান্ত ব্যাটিংয়ের কাছে অবশেষে পরাজয় বরণ করে নিতে হয় নেদারল্যান্ডকে।

এএস