
সত্যি! এ যেন কল্পনাকেও হার মানায়। দেখলে মনে হবে, পাহাড়ের বুকে হয়তো কোন সুন্দর ইমারত গড়া হয়েছে। আবার কখনও মনে হবে একখণ্ড পাথরে নির্মিত বাড়ি। কিংবা শূন্যে ঝুলে আছে কোন বিশাল দালান। আর এটি তৈরি হয়েছে এক মিলিমিটারের অর্ধেকেরও কম বালু দিয়ে। কল্পনা নয় সত্যি। আর এই অসাধ্যকে সাধন করেছেন চিত্রশিল্পী ভিক মুনিজ ও গবেষক মারসেলো কোয়েলথ। আর চার বছর ধরে প্রযুক্তির উন্নয়ন ঘটিয়েই শিল্পকর্মটি তৈরি করতে সক্ষম হন তারা। খবর ডেইলি মেইল অনলাইনের।
চলতি সপ্তাহে তেলআবিব জাদুঘরের এক প্রদর্শনীতে প্রথমবারের মত এ ছোট শিল্পকর্মটি প্রদর্শিত হতে যাচ্ছে। যেখানে প্রতিটি শিল্পকর্মই এক মিলিমিটারের অর্ধেকেরও কম বালু দিয়ে তৈরি।
ভিক মুনিজ জানান, এটি তৈরি করতে তারা আয়ন রশ্মির সাহায্য নিয়েছেন, যেটি নেভিগেশন ইন্টিগ্রেটেড সার্কিট স্থাপনের জন্য ব্যবহৃত হয়। এক্ষেত্রে প্রথমে তারা বালির দুর্গ তৈরি করে লেজার দিয়ে পরীক্ষা করেন। কিন্তু তখন এটিকে তারা ভঙ্গুর অবস্থায় খুঁজে পান। সফল হতে তারা আবারও এটি পুনর্গঠন করেন এবং অবশেষে সফল হন।
ধারণা করা হচ্ছে, আমাদের চারপাশের বিশ্ব সম্পর্কে জানতেই চিত্রশিল্পী ও বিজ্ঞানীরা একযোগে তাদের কাজ চালিয়ে যাচ্ছেন।
এএসএ/