রাজশাহীতে চিকিৎসকদের অনির্দিষ্টকালের ধর্মঘট আগামিকাল রোববার দুপর ১২টা পর্যন্ত স্থগিত করা হয়েছে। কারাগারে আটক স্বাচিপ নেতা ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুলকে প্রশাসনের পক্ষ থেকে মুক্তি দেওয়ার আশ্বাসে প্রেক্ষিতে ধর্মঘট স্থগিত করা হয়।
শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে বিএমএ ও স্বাচিপের রাজশাহী শাখার সভাপতি ডা. এসআর তরফদার এ ঘোষণা দেন।
রাজশাহী প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনিস্টিক সেন্টার ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. এস এ মান্নান বলেন, রাতে চিকিৎসকদের চলমান সমস্যা সমাধানে সাবেক সিটি মেয়র ও আওয়ামী লীগ নেতা এএইচএম খায়রুজ্জামান লিটন রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশার সঙ্গে কথা বলার পর ক্লিনিক মালিক ও চিকিৎসক নেতাদের সঙ্গে বৈঠকে বসেন। বৈঠক শেষে রোববার দুপুর ১২টা পর্যন্ত ক্লিনিক মালিক ও চিকিৎসকরা তাদের ধর্মঘট স্থগিত করেন।
প্রসঙ্গত, ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় বৃহস্পতিবার দুপুরে রাজশাহী জেলা স্বাধীনতা চিকিৎসা পরিষদের (স্বাচিপ) সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) যুগ্ম-সাধারণ সম্পাদক এবং ডলফিন ক্লিনেকের মালিক ডা. সামিল উদ্দিন আহম্মেদ শিমুলকে কারাগারে পাঠায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক বিশ্বনাথ চন্দ্র।
কেএফ