ফরিদপুরে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হলো স্কিলস কম্পিটিশন।
শনিবার ফরিদপুর শহরের কমলাপুরে ন্যাশনাল পলিটেকনিক ইন্সস্টিটিউটের সম্মেলন কক্ষে এই প্রদর্শনীর আয়োজন করা হয়।
প্রদর্শনীতে গোবর থেকে বিদ্যুত উৎপাদন, ভবনের গুরুত্বপূর্ণ দরজায় ইলেকট্রিক এ্যালার্মযুক্ত সিকিউরিটি সার্কিট, কম্পিউটার নিয়ন্ত্রিত ট্রাফিক ব্যবস্থা, যানবাহনের টোল আদায়সহ মর্ডান সিটির মডেল উপস্থাপন করা হয়।
শিক্ষার্থীদের মেধার বিকাশ এবং কারিগরি শিক্ষার গুণগত মানোন্নয়ন ও জনপ্রিয়তা বৃদ্ধিই এই প্রদর্শনীর মূল লক্ষ্য ছিল।
কেএফ