বরিশালে লেবুখালী ফেরীঘাটে আগে গাড়ি ওঠানোকে কেন্দ্র করে দুটি বাসের স্টাফ এবং যাত্রীদের সাথে সংঘর্ষ হয়েছে। এ সময় জসিম উদ্দিন (২৮) নামের এক হেলপার নিহত হয়। আহত হয় কমপক্ষে ২০ জন।
শুক্রবার ভোর সাড়ে চারটার দিকে এ ঘটনা ঘটে। নিহত জসিম উজিরপুর উপজেলার বোহরকাঠী গ্রামের সেকান্দার হাওলাদারের পুত্র। তিনি সাকুরা পরিবহনের বাসের হেলপার ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে সাকুরা পরিবহনের নামে একটি বাস কুয়াকাটার উদ্দেশ্যে যাচ্ছিল। অপরদিকে যশোর থেকে এন.কে ট্রাভেলসের একটি পিকনিকের বাসও কুয়াকাটার উদ্দেশ্যে যাচ্ছিল। পথে লেবুখালী ফেরীতে আগে ওঠা নিয়ে পিকনিক বাসের যাত্রী ও সাকুরা পরিবহনের স্টাফদের মধ্যে কথা কাটাটাটি হয়। একপর্যায়ে সংঘর্ষ বাঁধে এবং সাকুরা পরিবহনের হেলপার জসিমকে ছুরিকাঘাত করা হল। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আহত হয় কমপক্ষে ২০ জন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় এন.কে ট্রাভেলসের পিকনিকের বাস ও বাসের ৩৩ জন যাত্রীকে আটক করা হয়।
কেএফ