মুন্সীগঞ্জের গজারিয়ায় নির্বাচনী সহিংসতায় গুলিবিদ্ধ হওয়ার পাঁচদিন পর মারা গেলেন লাকি আক্তার (৩৮)। তিনি গজারিয়ায় বিএনপির বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী আব্দুল মান্নান মনার স্ত্রী।
বৃহস্পতিবার রাতে ঢাকার এ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন-অর রশীদ, ২৩ মার্চ গজারিয়া উপজেলা নির্বাচনে বাউশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গ্রামবাসীর সঙ্গে যৌথবাহিনীর সংঘর্ষ হয়। সংঘর্ষে লাকিসহ ৫০ জন গুরুতর আহত হয়। আহত লাকিকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, পরে এ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। গত দুই দিন তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।
কেএফ