টাঙ্গাইল-৮ আসনে উপনির্বাচন ২৯ মার্চ

  • Emad Buppy
  • March 28, 2014
  • Comments Off on টাঙ্গাইল-৮ আসনে উপনির্বাচন ২৯ মার্চ
tangail

tangailটাঙ্গাইল-৮ আসনে উপনির্বাচন ২৯ মার্চ। শনিবার সকাল ৮টায় শুরু হবে ভোটগ্রহণ। চলবে টানা বিকেল ৪টা পর্যন্ত। ইতোমধ্যে ভোটগ্রহণের সব প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীরা হলেন- আওয়ামী লীগের অনুপম শাহজাহান জয়, স্বতন্ত্র মুহম্মদ আবু সাঈদ মিয়া, মো. আব্দুল মালেক মিঞা, লিয়াকত আলী ও সাদেক সিদ্দিকী।

দুই উপজেলা নিয়ে গঠিত এ আসনে মোট ভোটার ৩০,৭,৩৮২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১, ৪৫,৫৭৬ জন, মহিলা ভোটার ১,৬১,৮০৬ জন। ভোটকেন্দ্রের সংখ্যা ১১৭টি।

এদিকে বৃহস্পতিবার রাত ১২টার পর থেকে শেষ হয়েছে মিছিল-মিটিংসহ সব ধরণের প্রচারণা। একই সঙ্গে বন্ধ রয়েছে যান চলাচল। ভোটগ্রহণ উপলক্ষে ওইদিন সাধারণ ছুটি ঘোষণা করেছে (ইসি)।

সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় সরঞ্জামাদি পাঠানো হয়েছে। বিপুল পরিমাণ র‌্যাব, বিজিবি, পুলিশ, এপিবিএন ও আনসার বাহিনীর সদস্যরা নির্বাচনে দায়িত্ব পালন করবেন।

কেএফ