ফরিদপুরে দুর্যোগ প্রস্ততি দিবস পালিত

  • Emad Buppy
  • March 27, 2014
  • Comments Off on ফরিদপুরে দুর্যোগ প্রস্ততি দিবস পালিত

ফরিদপুর ম্যাপফরিদপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০১৪ পালিত হয়েছে। এবারের প্রতিপাদ্য `দুর্যোগে নেই দিনক্ষণ, প্রস্তুত থাকবো সারাক্ষণ’।

বৃহস্পতিবার সকালে ফরিদপুর জেলা প্রশাসন, আমরা কাজ করি (একেকে) ও অক্সফ্যামের আয়োজনে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে গিয়ে শেষ হয়।

ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাহাঙ্গীর হোসেন, এম. এ. জলিল, মো. আজাহান উদ্দিনের নেতৃত্বে কয়েক শতাধিক শিক্ষার্থী, গৃহবধূ ও এনজিও কর্মী র‌্যালিতে অংশ নেন।

পরে সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে দুর্যোগ প্রতিরোধে সচেতনতা সৃষ্টিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কেএফ