
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের ‘ডি’ ইউনিটের তৃতীয় সাবজেক্ট চয়েস ফরম পূরণ আগামি ২ এপ্রিল অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানা যায়, সমাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ডি’ ইউনিটের মানবিক শাখার ১৩৫১ থেকে ১৫০০ পর্যন্ত মেধাক্রমধারী শিক্ষার্থীদের তৃতীয় সাবজেক্ট চয়েস ফরম পূরণ আগামি ২ এপ্রিল করা হবে।
সামাজিক বিজ্ঞান ভবন-২-এর ১০১নং কক্ষে সাবজেক্ট চয়েস ফরম পূরণ অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীদের প্রয়োজনীয় কাগজপত্রসহ উপস্থিত থাকার নির্দেশ প্রদান করা হয়েছে।
ভর্তি সংক্রান্ত সকল তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.jnu.ac.bd ) ও ডিন কার্যালয়ে পাওয়া যাবে।
এম আই/কেএফ