
জয়ের জন্য এবারের বিশ্বকাপে চমক সৃষ্টিকারী নেদারল্যান্ডকে ১৪৬ রানের টার্গেট দিল দক্ষিণ আফ্রিকা। ডাচ বোলারদের দাপটে ৯ উইকেট হারিয়ে ২০ ও্ভারে ১৪৫ রান করতে সক্ষম হয় প্রোটিয়ারা। জামিল এবারের বিশ্বকাপে প্রথম বোলার হিসেবে একাই পান ৫ উইকেট।
বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটায় টি২০-র ২১ তম ম্যাচে টসে জিতে দক্ষিণ আফ্রিকাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন ডাচ অধিনায়ক পিটার বোরেন। ব্যাটিং-এ নেমে ওপেনার কিউডি ককের উইকেট হারিয়ে শুরুটা তেমন ভাল করতে পারেনি প্রোটিয়ারা। প্রোটিয়া ওপেনার হাশিম আমলার ২২ বলে তেতাল্লিশ রানের ঝড়ো ইনিংস বুক কাপিয়ে দিয়েছিল ডাচদের।এরপর ফাফ ডু প্লেসিসের ১৪ বলে ২৪ ও অধিনায়ক ডি ভিলিয়ার্সের ২১ বলে ২১ রানের উপর ভর করে ডাচদের ১৪৬ রানের টার্গেট দিতে সক্ষম হয় নেটে রানে এগিযে থাকার প্রত্যযে ব্যাটিংয়ে নামা দক্ষিণ আফ্রিকা।
ডাচ বোলার এম এ জামিল একাই তুলে নেন ৫ উইকেট। এছাড়া সোয়ার্ট ও গার্টেন বিগ কুপার একটি করে উইকেট পেয়েছে।