

কারাগার থেকে আপাতত ছা্ড়া পাচ্ছেন না বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পুলিশের দায়ের করা তিনটি সহিংসতা মামলার মধ্যে একটি মামলায় জামিন পেলেও দুইটি মামলায় জামিন আবেদন না মঞ্জুর করছে আদালত।
বৃহস্পতিবার বেলা ১১ টায় ফখরুলের তিনটি মামলায় জামিন আবেদন শুনানী শেষে বিচার রেজাউল করিমের আদালত এ নির্দেশ দেন।
ফখরুলে বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো হচ্ছে, গত বছরের ২৪ ডিসেম্বর গাড়িতে পেট্রোল বোমা ছুড়ে বাংলামোটরে পুলিশ হত্যা মামলা ও ৩০ নভেম্বর মালিবাগ ও গত ৩ জানুয়ারি পরীবাগে বাসে পেট্রোল বোমা ছুড়ে মানুষ হত্যা ও নাশকতার মামলা।
এর মধ্যে বাংলামোটরে পুলিশ হত্যা মামলায় অন্তবর্তীকালীন জামিন পান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এর আগে, গত ২৫ মার্চ মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন মুখ্য মহানগর হাকিম আদালতে মির্জা ফখরুলের পক্ষে জামিন আবেদন করেন অ্যাড. জয়নুল আবেদিন মেজবাহ।
মামলা দুটির মধ্যে শাহবাগের একটি ও রমনা থানার দুইটি মামলা রয়েছে। কিছুক্ষণের মধ্যে সিএমএম আদালতে মামলাটির শুনানি শুরু করবেন আদালত।