
আজ সারাদেশে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় ঘেরাও করবে বিএনপি। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার হাতে স্মারকলিপি দিবে দলের নেতাকর্মীরা ।
উপজেলা নির্বাচনের চতুর্থ ধাপেও ক্ষমতাসীন দল ব্যাপক অনিয়ম ও দুর্নীতি করেছে। এর প্রতিবাদে ২৫ মার্চ নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে যুগ্ম মহাসচিব রুহল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।
পূর্ব ঘোষিত এ কর্মসূচি অনুযায়ী বৃহস্পতিবার দেশব্যাপী বিভিন্ন উপজেলায় এই কর্মসূচি পালন করবে ১৯ দলীয় জোট।
এমআর/ কেএফ