পুঁজিবাজারে অস্থিরতার মাঝেও বাজারে বেড়েছে নতুন বিনিয়োগকারী। গত এক মাসে বেনিফিশিয়ারি ওনার্স অ্যাকাউন্ট (বিও) বেড়েছে ৪৪ হাজার ৫৪১টি। সিডিবিএল সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রমতে, মার্চ মাসের ২৬ তারিখ পর্যন্ত বিও অ্যাকাউন্টের সংখ্যা দাঁড়িয়েছে ২৯ লাখ ৪৯ হাজার ৩৬৪টি। ফেব্রুয়ারির শেষ দিন পর্যন্ত বিও অ্যাকাউন্টের সংখ্যা ২৯ লাখ ৪ হাজার ৮২৩টি।
জানা যায়, এর মধ্যে পুরুষ অ্যাকাউন্টধারীর সংখ্যা ২১ লাখ ৭৩ হাজার ৯৬১ । ফেব্রুয়ারিতে এ সংখ্যা ছিল ২১ লাখ ৪৩ হাজার ৯১৭।
অন্যদিকে নারী বিনিয়োগকারীর সংখ্যা ১৪ হাজার ৪৫৩টি বেড়ে দাঁড়িয়েছে ৭ লাখ ৫১ হাজার ১০২। ফেব্রয়ারিতে নারী বিনিয়োগকারীর সংখ্যা ছিল ৭ লাখ ৫১ হাজার ১০২। এ সময় কোম্পানির বিও দাঁড়িয়েছে ৯ হাজার ৮৪৮টি। যা ফেব্রুয়ারিতে কোম্পানি বিও ছিল ৯ হাজার ৮০৪টি। অর্থাৎ কোম্পানি বিও বেড়েছে ৪৪টি।
এদিকে দেশে অবস্থানরত বিনিয়োগকারীর সংখ্যা দাঁড়িয়েছে ২৭ লাখ ৯৩ হাজার ৩৩৬ জন। যা ফেব্রুয়ারিতে ছিল ২৭ লাখ ৪৯ হাজার ৯৩৭ জন অর্থাৎ মার্চে দেশি বিনিয়োগকারীর সংখ্যা বেড়েছে ৪৩ হাজার ৩৯৯ জন।
অপরদিকে বিদেশি বিনিয়োগকারীর সংখ্যা বেড়েছে ১ হাজার ৯৮টি বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৪৬ হাজার ১৮০ জন। যা ফেব্রুয়ারিতে ছিল ১ লাখ ৪৫ হাজার ৮২ জন।
বিশ্লষকদের মতে,পুঁজিবাজারে এখন মন্দাবস্থা থাকলেও প্রতি মাসেই একাধিক কোম্পানির আইপিও আসছে। এর প্রায় সবগুলোই থেকে ভাল মুনাফা পেয়েছেন বিনিয়োগকারীরা। তাই আইপিও’র প্রতি ঝোঁক বেড়েছে। মূলত আইপিওতে আবেদন করার লক্ষ্যেই নতুন নতুন বিও হিসাব খোলা হচ্ছে। এ কারণে এর সংখ্যাও বাড়ছে।
অর্থসূচক/এসএ/ এমআরবি/