
২৭ মার্চ বিশ্ব নাট্য দিবস। ১৯৬১ সালে ইন্টারন্যাশনাল থিয়েটার ইন্সিটিউিট ২৭ মার্চ বিশ্ব নাট্য দিবস ঘোষণা করে এবং ১৯৬২ সাল থেকে সাড়া বিশ্বের নাট্য সংগঠনগুলো দিবসটি পালন করে আসছে।
দিবসটি উপলক্ষে ফরিদপুরের নাট্য সংগঠনগুলো নানা কর্মসূচি হাতে নিয়েছে। বিশ্ব নাট্য সংস্থা “আইটিআই‘র সদ্য সদস্যপ্রাপ্ত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সংগঠন চাঁদের হাট চিলড্রেন্স থিয়েটারের আয়োজনে দুপুরে চরটেপাখোলা উচ্চ বিদ্যালয়ে মিলনায়তনে “সবার জন্য নাটক” বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হবে। বিকেলে বিভিন্ন নাট্য সংগঠনের যৌথ আয়োজনে স্বাধীনতা চত্বর থেকে শোভাযাত্রা বের হবে এবং সন্ধ্য স্বাধীনতা মঞ্চে নাটক মঞ্চায়ন হবে।