
১. বিভক্তি যুক্ত শব্দ ও ধাতুকে বলে-
ক) কারক খ) শব্দ
গ) পদ ঘ) ক্রিয়াপদ
২. কোন বাক্যে সমুচ্চয়ী অব্যয় ব্যবহৃত হয়েছে?
ক) ধন অপেক্ষা মান বড়
খ) তোমাকে দিয়ে কিছু বহে না
গ) ঢং ঢং ঘণ্টা বাজে
ঘ) লেখাপড়া কর, নতুবা ফেল করবে
৩. সর্বজন এর বিশেষণ কি?
ক) বিশ্বজন খ) সর্বজনীন
গ) বিশ্বজনীন ঘ) ঐশ্বরিক
৪. জাতিবাচক বিশেষ্যের দৃষ্টান্ত-
ক) সমাজ খ) পানি
গ) মিছিল ঘ) নদী
৫. ‘ইচ্ছা’ বিশেষ্যের বিশেষণটি নির্দেশ কর।
ক) ইচ্ছাময় খ) ঐচ্ছিক
গ) ইচ্ছুক ঘ)অনিচ্ছা
উত্তর: ১) গ ২) ঘ ৩) খ ৪) ঘ ৫) খ