
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১০৫ কেজি ওজনের স্বর্ণের বার উদ্ধার করেছে চট্টগ্রাম কাস্টমস ও শুল্ক গোয়েন্দা বিভাগ। দুবাই থেকে আসা এই স্বর্ণের মূল্য ৪৫ কোটি টাকা।
মঙ্গলবার সকাল ১১ টার দিকে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমান (বিজি-০২৬) থেকে এসব স্বর্ণের বার উদ্ধার করা হয়। এ সময় ৭ জনকে আটক করে কাস্টমস পুলিশ।
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের চেয়ারম্যান মো. নুরুল আমিন অর্থসূচককে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস কর্মকর্তাগণ বিমানের বিভিন্ন আসনে তল্লাশি চালিয়ে ৯০৫টি স্বর্ণের বার উদ্ধার করে। যার বাজার মূল্য ৪৫ কোটি টাকারও বেশি হবে।
জিজ্ঞাসাবাদ শেষে এ বিষয়ে আরও তথ্য পাওয়া যাবে। উদ্ধার হওয়া স্বর্ণের বার বাংলাদেশ ব্যাংকে জমা দেওয়ার ব্যবস্থা চলছে বলে জানান তিনি।
উল্লেখ্য, গেল ৬ ফেব্রুয়ারি শাহ আমানত বিমান বন্দর থেকে ৪৫ কেজি ওজনের স্বর্ণেও বার পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করে কাস্টমস কর্তৃপক্ষ।
কেএফ