ভালুকের অভিবাদন!

beer

অবিশ্বাস্য হলেও সত্যি। বন্ধুত্ব, দলবদ্ধতা আর সামাজিকতার সহজাত কিছু বৈশিষ্ট্য শুধু মানুষেরই নয়, আছে ভালুকেরও। ভালুকও হাত নেড়ে অভিবাদন জানায়, আর একসাথে একই জায়গায় একই ঢঙ্গে বসে মজা দেয় দর্শনার্থীদের। সম্প্রতি তাদের এই আচরণের কথা জানিয়েছেন রাশিয়ান আলোকচিত্রী এন্ড্রে স্লিপনেভ। খবর ডেইলি মেইলের।

beer3

৩১ বছর বয়সী এন্ড্রে জানান, ঘটনাটি ঘটেছে স্পেনের মাদ্রিদ চিড়িয়াখানায়। এখানে ভালুকরা দলবদ্ধভাবে বসে থাকে। কোন দর্শনার্থী দেখলে তাকে ঘিরে ধরে হাত নেড়ে অভিবাদন জানায়। একজন ভালুক হাত নাড়লেই অন্যগুলোও তাকে অনুসরণ করে। এটি যেন এক মজার দৃশ্য। বন্ধুভাবাপন্ন প্রাণীগুলো এ কাজটাতেই যেন বেশি খুশি হয়। তবে বেশির ভাগ ক্ষেত্রেই তারা খাবারের জন্য চিড়িয়াখানার রক্ষকদের দিকে হাত নাড়ে এবং ডাকাডাকি করে। কখনও কখনও তারা দর্শনার্থীদের কাছ থেকেও খাবার পাওয়ার চেষ্টা করে। সার্কাস ছাড়া চিড়িয়াখানাতে এরকম দৃশ্য খুব কমই দেখা যায় বলেও জানিয়েছেন তিনি।