শিক্ষা খাতে আইএমএফ’কে বিনিয়োগের আহ্বান পরিকল্পনামন্ত্রীর

  • humayun kabir
  • March 25, 2014
  • Comments Off on শিক্ষা খাতে আইএমএফ’কে বিনিয়োগের আহ্বান পরিকল্পনামন্ত্রীর

Planning Minister with IMF Delegationবাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধির  জন্য দক্ষ জনশক্তি তৈরিতে শিক্ষা খাতে ব্যাপক বিনিয়োগের জন্য আইএমএফ-এর প্রতি আহ্বান জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

মঙ্গলবার শেরে বাংলা নগর নিজ কার্যালয়ে আইএমএফ-এর আবাসিক প্রতিনিধি  ইটারি ভিনট্রিজের সাথে এক সৌজন্য সাক্ষাতে মন্ত্রী এসব কথা বলেন।

পরিকল্পনা মন্ত্রী বলেন, আমাদের লক্ষ্য ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে পরিণত হওয়া এবং ২০৪১ সালের মধ্যে উন্নত বিশ্বের কাতারে শামিল হওয়া। তিনি আরও বলেন, ২০৩০ সালের মধ্যে দেশ দারিদ্রমুক্ত হবে। দেশের জনশক্তিকে পরিকল্পিত উপায়ে দক্ষ জনশক্তিতে পরিণত করার মধ্য দিয়ে বাংলাদেশ উন্নত অর্থনীতির দেশে পরিণত হতে পারবে।

তারই ধারাবাহিকতায় বাংলাদেশ আইএমএফ’এর প্রত্যক্ষ সহযোগিতা ও বিনিয়োগ  প্রত্যাশা করছে বলে তিনি উল্লেখ করেন।

আইএমএফ আবাসিক প্রতিনিধি বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধিকে ইতিবাচক উল্লেখ করে বলেন, বাংলাদেশ এখন আর তলাবিহীন ঝুড়ি নয়। আইএমএফ বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধিকে বেগবান করতে ব্যাপক ভূমিকা রাখতে আগ্রহী।

আইএমএফ প্রতিনিধি দল বলেন, সঠিক পথেই এগিয়ে চলেছে বাংলাদেশের অর্থনীতি। বৈশ্বিক ব্যাপক মন্দার মাঝেও গত ৫ বছর বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি বিশ্ব সম্প্রদায়ের দৃষ্টি কেড়েছে।

এ সময় পরিকল্পনা মন্ত্রী বলেন, আগামি ৫ বছরও বাংলাদেশের অর্থনীতি শুধু এগিয়েই যাবে। এ অর্থনীতিতে বিনিয়োগ করলে উভয় পক্ষই সুফল পাবে।

আসময় আইএমই বিভাগের সচিব সুরাইয়া বেগম, সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য ড. শামসুল আলম এবং পরিকল্পনা কমিশনের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।  এইচকেবি/