
ধারাবাহিকভাবে দর বেড়ে প্রায় প্রতিদিনই গেইনার তালিকায় স্থান করে নিচ্ছে আনোয়ার গ্যালভানাইজিং। তারপরেও এই শেয়ারটির দর বাড়ার পেছনে কোন মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জকে।
এর আগে ঢাকা স্টক এক্সেঞ্জের (ডিএসই) পক্ষ থেকে এই শেয়ারের দর বাড়ার কারণ জানতে চিঠি দেওয়া হয়। মঙ্গলবার কোম্পানিটি চিঠির জবাবে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)কে জানায় এই শেয়ারের দর বাড়ার কোন কারণ নেই। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
বিশ্লেষণে দেখা যায়, মঙ্গলবার আনোয়ার গ্যালভানাইজিংয়ের শেয়ার দর ১ টাকা বা ৫ দশমিক ৬৮ শতাংশ বেড়েছে। এদিন শেয়ারটির সর্বশেষ দর ছিল ৩৩ টাকা ৫০ পয়সা।
গত পাঁচ কার্যদিবসে শেয়ারটির দর বেড়েছে ৬ টাকা বা প্রায় ২২ শতাংশ। আজকে এই শেয়ারটির সার্বিক মূল্য আয় অনুপাত বা পিই রেশিও দাঁড়িয়েছে দুই হাজার ৩৬৪ দশমিক ২৯ পয়েন্টে।
কোম্পানির পরিশোধিত মূলধন ১৩ কোটি ২০ লাখ টাকা। এছাড়া কোম্পানিটি ২ কোটি ৫১ লাখ টাকা পূঞ্জীভুত লোকসানে রয়েছে। গত ১৩ বছরে কোম্পানিটি ১০ বার লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে কোম্পানিটি কখনো ১০ শতাংশের বেশি লভ্যাংশ দেয় নি। ২০১৩ সালে অর্ধবার্ষিকীতে কোম্পানিটি শেয়ার প্রতি আয় করে ৫২ পয়সা। সে বছর কোম্পানিটি ৭ শতাংশ লভ্যাংশ দেয়।
অর্থসূচক/এসএ/এমআরবি/