
আগামি ৪ এপ্রিল বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হচ্ছে পাঁচ দিন ব্যাপী ‘জাতীয় এসএমই মেলা-২০১৪’। ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের প্রচার, প্রসার, বিক্রয় এবং স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বাজার সম্প্রসারণের লক্ষ্যে এই মেলার আয়োজন করা হচ্ছে।
শিল্পমন্ত্রী আমির হোসেন আমু ৪ এপ্রিল শুক্রবার সকাল ১১টায় এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলে এসএমই ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
দর্শনার্থীরা প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত বিনা টিকিটে মেলাতে প্রবেশ করতে পারবেন। মেলায় ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে আসা এসএমই প্রতিষ্ঠানের ১০০ টি স্টল থাকবে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মেলায় ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স সামগ্রী, লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য, কৃষি প্রক্রিয়াজাত পণ্য, চামড়াজাত সামগ্রী, প্লাস্টিক ও অন্যান্য সিনথেটিক্স, ডিজাইন ও ফ্যাশনওয়্যারসহ অন্যান্য সেক্টরের পণ্য প্রদর্শিত হবে।
মেলায় চামড়াজাত সামগ্রীর মধ্যে রয়েছে চামড়ার ব্যাগ, পার্স, ম্যানিব্যাগ, বেল্ট, কোমর ব্যাগ, পাসপোর্ট হোল্ডার, ক্রেডিট কার্ড হোল্ডার, শো-পিস, পাদুকা প্রভৃতি।
একই ভাবে হস্তশিল্পের মধ্যে হাতের তৈরী বিভিন্ন ধরনের ফুল ও সোপিস, ফ্লাওয়ার ম্যাট, ওয়াল ম্যাট, পাপোস, জায়নামাজ, টেবিল ম্যাট, জুয়েলারিজ, নকশী কাঁথা, বেতের তৈরী বিভিন্ন জিনিসপত্র ও সোপিজ, নারকেলের মালার সামগ্রী ও পাটজাত পণ্য।
এছাড়া কৃষিজাত পণ্যের মধ্যে জ্যাম, জেলী, আচার, টমেটো সস, তেতুল সস, চানাচুর, ঝাল মুড়ি, মসলা, সরিষার তৈল, টোষ্ট বিস্কুট, সেমাই, নুডলস্, বিস্কুট, সয়াসস, সয়া খাদ্য, অর্গানিক খাদ্য, রেডি পোলাও, আমলকি জ্যাম, আমলকি আচার, মেথির আচার, ক্যাশমেরী জর্দ্দা, পোলাও, জলপাই আচার, আম আচার, তেতুল চাটনি, সরিষার তৈল, কালজিরা তৈল, মাশরুম বিস্কুট, স্ট্রোবেরি বিস্কুট, সয়া বিস্কুট, মাশরুম স্যুপ, ড্রিংক, বেল ড্রিংক, রেডি ইসুপগুল, মাশরুম রসুন আচার, সয়াদুধ, সয়াবেবি নিউট্রেশন ফুড, মাশরুম ফাস্টফুড আইটেম প্রভৃতি মেলাতে স্থান পাবে বলে জানানো হয়েছে।
আর হারবাল পণ্যের মধ্যে উপটান, হেয়ার প্যাক, গায়ে হলুদের ডালা, হেয়ার কালার, তুলসী হারবাল চা, পুদিনা চা, চিরতা চা, হারবাল সাবান, হারবাল শ্যাম্পু, ফেয়ার লুক, নিম টোনার, রোজ টোনার, অরেঞ্জ টোনার, ল্যাভেন্ডার টোনার, সফ্ট অ্যান্ড স্মুথ, বডি লোশন, সান কন্ট্রোল পাউডার, সান কন্ট্রোল ক্রিম, ফেয়ারনেস ক্রীম, মেজতা কেয়ার ক্রিম এবং প্রেগন্যান্সি কেয়ার ক্রিমসহ অন্যান্য সামগ্রী।
ডিজাইন ও ফ্যাশনওয়্যারের মধ্যে মণিপুরী পোশাক সামগ্রী, কাঁথা, শাল, ভেজিটেবল ডাই, ব্লক, টাই এন্ড ডাই, অ্যাম্বোডারী, বেড কভার, কুসন কভার, রানার, ফতুয়া, টি-শার্ট, থ্রি-পিচ, এবং হাতের কাজের বিভিন্ন সামগ্রী, শাড়ী, থ্রি-পিছ, পাঞ্জাবী ও বাচ্চাদের রকমারী পোশাক, হ্যান্ড পেইন্টিং শাড়ী, সেলওয়ার কামিজ, বিছানার চাদর, টেবিল ক্লথ, ওড়না, ফতুয়া, নকশী কাঁথা, রানার, পিলো, কুশন কভার, এপলিক চাদর, পর্দা প্রভৃতি, লাইট ইঞ্জিনিয়ারিং এবং ইলেকট্রিক্যাল পণ্যসহ আরো অনেক পণ্যের সমাহার ঘটবে আশা করা হচ্ছে।
দেশের বিভিন্ন অঞ্চলের উৎপাদিত পণ্য এ মেলায় একটি সমন্বিত ও বৃহত্তর পরিসরে প্রদর্শন স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ের ক্রেতার নিকট সাড়া পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
উদ্যেক্তাদের মধ্যে পারষ্পরিক সম্পর্ক উন্নয়ন, যোগাযোগ ও সহায়তার পাশাপাশি ভোক্তা ও উদ্যোক্তাদের মাঝে পারস্পরিক সংযোগ স্থাপন আরও বড়বে।
পণ্যের উৎপাদন ও সেবার মান সৃষ্টির ক্ষেত্রে সব মহলে ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এসইউএ/সাকি