রাজবাড়ীর পাংশা উপজেলায় কুষ্টিয়ার এক আ.লীগ নেতাসহ দুজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকালে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক সড়কের পাশ থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- খোকশা উপজেলা আ.লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কে এম মহব্বত হোসেন (৪৮) ও ফিরোজ কামাল (৪৫)। তারা কুষ্টিয়ার খোকশা উপজেলার সমমপুর এলাকার বাসিন্দা। দুজনেই ঠিকাদারী ব্যবসায় জড়িত।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ফলিমারা এলাকায় রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক সড়কের পাশে দুই ব্যক্তির গুলিবিদ্ধ লাশ দেখতে পায় এলাকাবাসী। পরে পাংশা থানায় খবর দিয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে। নিহত দুজনের মুখ লাল টেপ দিয়ে বাঁধা এবং মাথা গুলিবিদ্ধ ছিল।
তবে কারা, কেনো এই হত্যাকাণ্ড ঘটিয়েছে- সে বিষয়ে কিছু জানাতে পারেনি পুলিশ।
কেএফ