
খুলনার ৫ উপজেলায় ১৯ দলীয় জোটের ডাকে হরতাল চলছে। রোববারের নির্বাচনে কারচুপির অভিযোগে পুনঃভোটের দাবিতে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় তারা।
উপজেলাগুলো হচ্ছে- রূপসা, দাকোপ, বটিয়াঘাটা, তেরখাদা ও ফুলতলা।
সোমবার সকাল থেকে হরতাল শুরু হলেও কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সকাল থেকে বিচ্ছিন্নভাবে কিছু রিক্সা, নসিমন, করিমন, ভ্যান চলতে দেখা গেছে। তবে দূরপাল্লার কোনো পরিবহণ ছাড়েনি।
খুলনা জেলা পুলিশের একটি সূত্র জানায়, হরতালে পুলিশ সতর্ক রয়েছে। পাশাপাশি রয়েছে র্যাবের নিয়মিত টহল।
১৯ দলের উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয় ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল আলম মনা জানান, পাঁচ উপজেলা নির্বাচনে ভোটের নামে প্রহসন, প্রকাশ্যে জাল ভোট প্রদান, ব্যালট ছিনতাই এবং তাদের প্রার্থী ও কর্মীদের ওপর পুলিশ ও শাসক দলের ক্যাডারদের হামলার প্রতিবাদে পুন:ভোটের দাবিতে হরতাল পালন করা হচ্ছে।
কেএফ