কঠোর ও সফল মা কাজল

kajol-with-kidsবলিউডের সফল অভিনেত্রীদের একজন হলেন কাজল দেবগন। ব্যবসা সফল ছবি দিয়ে তিনি শুধু লাখো দর্শকের মনই জয় করেননি বরং সংসার জীবনেও হয়েছেন সফল। স্বতঃস্ফূর্ত, সাহসী, পর্দায়-সাবলীল কাজল মা হিসেবেও তেমনি উপযুক্ত। তাইতো তিনি সিনেমার চেয়েও বেশি প্রাধান্য দিয়েছেন তার সংসারকে, তার সন্তানদের। ক্যারিয়ারের চূড়োয় পৌঁছে বলিউড খেকে মুখ ফিরিয়ে নিয়েছেন শুধু সংসার ও সন্তানদের জন্যই।

১৯৯৯ সালে বলিউড তারকা অজয় দেবগনকে বিয়ের পর স্বেচ্ছাবসর নেন কাজল। তারপর সংসার, বাচ্চা এর মধ্যেই সাজিয়ে নেন নিজেকে।

ব্যক্তিগত জীবনের পাশাপাশি মা হিসেবেও বলিউডের জনপ্রিয় এ অভিনেত্রী খুবই কঠোর। নিশা ও যুগ নামের দুই সন্তানকে নিয়মানুবর্তিতা শেখাতেই কঠোর মায়ের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন তিনি।

অভিনেত্রী কাজল বলেন, সন্তানদের ভালোভাবে তৈরি করতে তথা তাদের নিয়মানুবর্তিতা শেখাতেই কঠোর হওয়া খুবই গুরুত্বপূর্ণ। কাজলের মতে আরও ভালো অভ্যাস গড়ে তুলতে হলে এর কোনো বিকল্প নেই।

কাজল আরও বলেন, কঠোর শাসনের বিপরীতে তারা খুবই আত্মবিশ্বাসী হয়ে বেড়ে উঠছে। তারা বেশ আলাপিও হয়েছে বটে। তবে ব্যক্তিত্বের দিক থেকে আমার মেয়েটা বেশির ভাগ ক্ষেত্রেই অজয়ের মতো এবং কিছুটা আমার মতোও।