অ্যানিমেশন ছবির আদলেই একের পর এক গাড়ি তৈরি করছে বিশ্বের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলো। এরই ধারাবাহিকতায় এবার ব্যাটবাইক নিয়ে এসেছে জাপানি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান হোন্ডো। মনকাড়া ডিজাইনের এই মোটর সাইকেলটিকে তুলনা করা হচ্ছে স্টিলথ বোম্বার সিলুয়েটের সাথে। খবর বিবিসি টপ গিয়ারের।
এনএম৪ ভালটাস নামের এই বাইকটির পুরো বডিই স্টেইনলেস স্টিল দিয়ে তৈরি করা হয়েছে। এতে রয়েছে ৭৪৫ সিসি ক্ষমতা সম্পন্ন ইঞ্জিন এবং এলইডি দিয়ে তৈরি উচ্চ ক্ষমতাসম্পন্ন হেডলাইট।
৯৩৩ মিমি দৈর্ঘ্যের এই বাইকের পুরোটাই কালো রঙে আচ্ছাদিত। এই গাড়িতে আরও আছে ১১ দশমিক ৬ লিটার ধারণক্ষমতা সম্পন্ন তেলের ট্যাংক এবং সিক্স স্পিড ডুয়াল ক্লাচ বক্স। তবে এত বহরের পরেও বাইকটির ওজন মাত্র ২৪৫ কেজি।
হোন্ডার মতে, এই বাইকটি অ্যানিমেশন মুভিতে দেখানো ভবিষ্যতের বাইকের প্রতিরূপ। এই ব্যাটবাইকের মাধ্যমেই অটোমোবাইলের বাজারে আবার আলোড়ন তোলার পরিকল্পনা আঁটছে হোন্ডা।