হা-ওয়েলের আইপিও লটারির ফলাফল প্রকাশ

  • mukto rani
  • March 23, 2014
  • Comments Off on হা-ওয়েলের আইপিও লটারির ফলাফল প্রকাশ
Hwa-oil

Hwa-oilহা-ওয়েল টেক্সটাইল (বিডি) লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) লটারির ফলাফল প্রকাশ করেছে।

রোববার সকাল সকাল ১০টায় রাজধানীর রমনায় অবস্থিত ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশ মিলনায়তনে শুরু হয়েছে এই ড্র। আনুষ্ঠানের উদ্বোধন করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক সু চিন জাং।

আইপিও লটারির ফলাফল জানতে নিচের লিঙ্কগুলোতে ক্লিক করতে হবে।

১) ব্যাংক কোড

২) নিবাসী বাংলাদেশি

৩) প্রবাসী বাংলাদেশি

৪) ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারী

৫) মিউ্যুয়াল ফান্ড