মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি এলাকায় একটি ভোট কেন্দ্রে ২ চেয়ারম্যান প্রার্থীর মধ্যে সংঘর্ষে ইউপি চেয়ারম্যান শামসুদ্দিন প্রধান নিহত হয়েছেন। তিনি বালুয়াকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন। এ সময় গুলিবিদ্ধসহ অন্তত আর ও ১০ জন আহত হয়েছে।
ইউপি চেয়ারম্যানকে গুলিবিদ্ধ অবস্থায় তাকে ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান বলে নিশ্চিত করেন গজারিয়া থানার ওসি মামুন-অর-রশিদ।
ওসি মামুন-অর-রশিদ জানান, বালুয়াকান্দি ইউনিয়নের বড় রায়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে বেলা পৌনে ১১ টার দিকে আ’লীগের চেয়ারম্যান প্রার্থী রেফায়েত উল্লাহ খান তোতা ও অপর প্রার্থী আমিরুল ইসলামের সমর্থক দু’গ্রুপে সংঘর্ষ বাঁধে।
এ সময় সাময়িক ভোট গ্রহন বন্ধ থাকার পর বেলা পৌনে ১২ টায় কেন্দ্রটিতে পুনরায় ভোট গ্রহন শুরু হয়েছে।