ভৈরব উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ চলছে

  • Emad Buppy
  • March 23, 2014
  • Comments Off on ভৈরব উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ চলছে

রোববার উৎসবমুখর পরিবেশে ভৈরব উপজেলা পরিষদের  নির্বাচনের ভোট গ্রহণ চলছে। সকাল ৮টা থেকে শুরু হওয়া এ ভোট গ্রহণ চলবে একটানা বিকেল ৪টা পর্যন্ত। আজ সকাল থেকে কিছু কিছু কেন্দ্রে লম্বা লাইনে দাঁড়িয়ে ভোটারদের ভোট দিতে দেখা গেছে। ভৈরব উপজেলার প্রায় ১ লাখ ৭২ হাজার ৬৬৪ জন ভোটার ৮০টি কেন্দ্রের ৪৯২টি বুথে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। এ উপজেলায় চেয়ারম্যান পদে ৫জন, ভাইস চেয়ারম্যান পদে পুরুষ ৫জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সংশ্লিষ্ট  সূত্র থেকে জানা যায়, উপজেলা নির্বাচনে ৮০টি ভোট কেন্দ্রের মধ্যে ৩৮টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট প্রদানে আইন-শৃংখলা বাহিনী র‌্যাবের ১টি এবং পুলিশের ৭টি মোবাইলটিম টহল দিচ্ছে। স্ট্রাকিং ফোর্স হিসেবে বিজিবির ২টি ও পুলিশের ২টি টিম থাকছে। এছাড়াও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সমন্বয়ে ৪টি মোবাইল টিম ও ২ প্লাটুন আর্মি কেন্দ্রগুলোতে টহল দিচ্ছে। প্রতিটি কেন্দ্র ৩জন করে পুলিশ ও ১৪ আনসার সদস্য আইন-শৃংখলার দায়িত্ব পালন করছেন।

এএস