
গজারিয়া উপজেলায় বিভিন্ন কেন্দ্রে প্রকাশ্যে ব্যালট ছিনতাই ও অবাধে ব্যালটে সিল মারার অভিযোগ পাওয়া গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এসব ঘটনায় উপজেলার ৪ টি কেন্দ্রের ভোট বাতিল করা হয়েছে।
এসব কেন্দ্রগুলো হচ্ছে গজারিয়া উপজেলার আলীপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বৈখ্খার পাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়, বালুয়াকান্দি আব্দুল গাফ্ফার স্কুল অ্যান্ড কলেজ ও বাঘাইয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র।
অর্থসূচকের মুন্সিগঞ্জ প্রতিনিধি জানায়, ওই সব ভোট কেন্দ্রে আ’লীগের একাংশের সমর্থিত চেয়ারম্যান প্রার্থী রেফায়েত উল্লাহ খান তোতার সমর্থক ও দলীয় কর্মীরা একতরফা ভাবে ব্যালটে সিল মারে।
গজারিয়া উপজেলার কাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দেখা যায়, ছাত্রলীগ যুবলীগের কর্মীরা প্রকাশ্যে সিল মেরে বাক্সে ব্যালট ঢুকাতে দেখা যায়। এসময় দলের নেতাকর্মীরা বাইরে মহড়া দিচ্ছিলেন।
সেনাবাহিনীর একটি ভ্রাম্যমান টিম কেন্দ্রের বাইরে আসলে তারা পালিয়ে যায়।